ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বি’বাড়িয়ায় পুলিশের গুলিতে ডাকাত নিহত, ওসিসহ আহত ১১

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৫

বি’বাড়িয়ায় পুলিশের গুলিতে ডাকাত নিহত, ওসিসহ আহত ১১

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ পৃথক দুটি ঘটনায় এখানে পুলিশের গুলিতে এক ডাকাত নিহত এবং ওসিসহ ৬ পুলিশ ও ৫ ডাকাত আহত হয়েছে। এ ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ বলেন, বুধবার রাত ৩টায় উপজেলার কালিকচ্ছ এলাকায় টহল পুলিশের গাড়িতে ডাকাতরা হামলা করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বশির (৩০) নামে কথিত এক ডাকাত নিহত হয়। এ সময় ডাকাতদের হামলায় সরাইল থানার তিন পুলিশ আহত হয়। এরা হলেন সাব ইন্সপেক্টর আব্দুল আলীম, এস আই মেহেদী ও রবিউল। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসী দাবি করেন, নিহত বশির ডাকাত নয়। নিহত বশির মিয়ার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে কি-না জানতে চাইলে ওসি বলেন, দুটি সংযুক্তি মামলা রয়েছে তবে কখন হয়েছে তা তিনি জানাতে পারেননি। এদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের বিরাসার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে ৫ ডাকাত আহত হয়েছে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ আহত হয়। আহত ডাকাত ও পুলিশকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুলিবিদ্ধ এক ডাকাতকে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
×