ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘৪৫ বছর পর নতুন বিজয় লাভ করেছি’

প্রকাশিত: ২১:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৫

‘৪৫ বছর পর নতুন বিজয় লাভ করেছি’

স্টাফ রিপোর্টার ॥ ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে-জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’ এই স্লোগান সামনে নিয়ে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিজয়ের ৪৫ বছরের প্রথম সকালে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই র‌্যালি বের করা হয়। বিজয়ের আনন্দে মেতে উঠতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি র‌্যালিতে অংশ নেয় ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ। ঢাক-ঢোলের তালে তালে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠেন তারা। তাদের অনেকের মাথায় শোভা পায় মুক্তির নিশান লাল-সবুজ পতাকা। আর হাতের প্ল্যাকার্ডে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ছবি। সকাল ১০টায় নাট্যজন রামেন্দু মজুমদার এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফসহ জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে রামেন্দু মজুমদার বলেন, ৪৫ বছর পর আমরা আজ নতুন বিজয় লাভ করেছি। কুখ্যাত যুদ্ধাপরাধীদের, যাদের বিচার এই দেশে কখনো হবে কি না তা নিয়ে সন্দেহ ছিল, বিচার হয়েছে। দেশ কলঙ্কমুক্ত হয়েছে। এজন্য তিনি বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, কদম ফোয়ারা, শাহবাগ, চারুকলা হয়ে টিএসসিতে এসে শেষ হয়।
×