ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বর্তমান নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ’

প্রকাশিত: ১৮:২২, ১৬ ডিসেম্বর ২০১৫

‘বর্তমান নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ’

অনলাইন রির্পোটার ॥ বর্তমান নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। আজ বুধবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রব বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও আমরা স্বাধীন হতে পারিনি। ১৬ কোটি মানুষ যেদিন উন্নত জীবন পাবে, সেদিন স্বাধীনতার স্বাদ পাবো। তিন বেলা খেয়ে থাকা মানেই স্বাধীনতা নয়।
×