ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরের অলিগলিতে পোস্টার

প্রকাশিত: ০৬:৫১, ১৬ ডিসেম্বর ২০১৫

মির্জাপুরের অলিগলিতে পোস্টার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৫ ডিসেম্বর ॥ সোমবার প্রতীক পাওয়ার পর মির্জাপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা নতুন উদ্যমে মাঠে নেমেছে। মার্কা হাতে নিয়ে প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের হাতে মার্কা দিয়ে করমর্দন ও কোলাকুলি করে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা। এদিকে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীর সমর্থক নৌকা ও ধানের শীষ মার্কা সংবলিত পোস্টার লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। সোমবার দুপুরের মধ্যে মির্জাপুর পৌর সদরের অলি-গলি রাস্তা-ঘাট পোস্টারে পোস্টারে ছেয়ে যায়। ধানের শীষ প্রতীক পেয়ে দুপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হযরত আলী মিঞা সাবেক এমপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সমর্থকদের নিয়ে মির্জাপুর বাজারে ভোট প্রার্থনায় নেমে পড়েন। অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদৎ হোসেন সুমন নৌকা প্রতীক পাওয়ার পর সমর্থকদের নিয়ে শহীদ মিনার এলাকায় ভোট প্রার্থনায় নেমে পড়েন। তিনি বলেন, নৌকা প্রতীক হলো স্বাধীনতা ও বাঙালীর প্রতীক। এই প্রতীক পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সাধারণ ভোটাররা অবশ্যই এই প্রতীককে সমর্থন জানিয়ে ভোট দিবে বলে তিনি প্রত্যাশা করেন।
×