ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ব্যাংকের ভুলে মনোনয়ন বঞ্চিত নূরুন্নাহার

প্রকাশিত: ০৬:৫১, ১৬ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় ব্যাংকের ভুলে মনোনয়ন বঞ্চিত  নূরুন্নাহার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ ডিসেম্বর ॥ অগ্রণী ব্যাংক, গাইবান্ধা প্রধান শাখার সিসি ঋণ পরিশোধ করা সত্ত্বেও ব্যাংক কর্তৃক পাওনা টাকার ভুল স্টেটমেন্ট প্রদানের কারণে গাইবান্ধা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী নূরুন্নাহার বেগম নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। অথচ এবার সংরক্ষিত মহিলা আসনে তার নির্বাচিত হওয়ারসমূহ সম্ভাবনা ছিল। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে তার নির্বাচনী ব্যয়ের ক্ষতিপূরণ এবং অগ্রণী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওই প্রার্থী। মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে লিখিত অভিযোগে নূরুন্নাহার বেগম জানান, অগ্রণী ব্যাংক, গাইবান্ধা শাখায় পূর্ব থেকে তার সিসি লোন রয়েছে। এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনে প্রার্থিতার জন্য তিনি তার কাছে পুরাতন সিসি লোন পরিশোধের স্টেটমেন্টের আবেদন করেন। তার চাহিদা মোতাবেক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক তাকে স্টেটমেন্ট প্রদান করে তার বকেয়া পাওনা ৯ লাখ এক হাজার ৪৭১ টাকা পরিশোধ করলে তিনি নির্বাচন করতে পারবেন উল্লেখ করেন। সে মোতাবেক ৯ জুলাই ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করা হলে ব্যাংক কর্তৃপক্ষ ১৬১নং এ্যাকাউন্ট নম্বরটি ক্লোজড করে দেন। এরপর ব্যাংক থেকে ১৮৭২ নং নতুন চলতি হিসাব খুলে নূরুন্নাহার বেগমকে ব্যাংকের গাইবান্ধা জোনাল অফিসের অনুমোদন সাপেক্ষে সাত লাখ টাকার নতুন সিসি লোন চলতি বছরের ৩১ আগস্টে মঞ্জুর করে যথারীতি চেক বই প্রদান করেন। পরবর্তীতে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলে অজ্ঞাত কারণে অগ্রণী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে পূর্বে পরিশোধকৃত ১৬১ নং এ্যাকাউন্টে তিন লাখ চার হাজার ৬১৯ টাকা ৪৫ পয়সা পাওনা রয়েছে বলে চিঠি দেয়। ফলে রিটার্নিং অফিসার ব্যাংক ঋণ পাওনা থাকার দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে। এ ব্যাপারে আপীল করা হলে তাও খারিজ করে দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূরুন্নাহার বেগমের স্বামী আব্দুল জলিল সরকার, জিপু বেগম, গোলাপী বেগম।
×