ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে দুস্ত বিধবা গরীব মহিলাদের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২১:২০, ১৫ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে দুস্ত বিধবা গরীব মহিলাদের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে দুস্ত বিধবা, গরীব, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মহিলাদের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচী মঙ্গলবার থেকে শুরু হয়েছে। জেলা পরিষদ প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিষদের সচিব উপ-সচিব মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পরিষদের প্রধাণ নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এতে প্রশিক্ষণ দিচ্ছেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক জান্নাতুল নাহার। মাস ব্যাপী প্রশিক্ষনে জেলার পাঁচটি উপজেলা থেকে আগত ৫০জন মহিলা অংশ নিচ্ছেন। প্রশিক্ষন শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও আনুসঙ্গিক উপকরণ দেয়া হবে বলে আয়োজকরা জানান।
×