ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানি হত্যায় দোষ স্বীকার করে আরেক জেএমবি সদস্যের জবানবন্দি

প্রকাশিত: ১৮:২৭, ১৫ ডিসেম্বর ২০১৫

জাপানি হত্যায় দোষ স্বীকার করে  আরেক জেএমবি সদস্যের জবানবন্দি

অনলাইন রির্পোটার ॥ রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার জেএমবির সদস্য ইসাহাক আলী (৩২) আদালতে ‘দোষ স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার রাত ৮টায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান। তিনি বলেন, “জেএমবি সদস্য ইসাহাক আলী জাপানি নাগরিককে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।” মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, গত ৭ ডিসেম্বর রংপুরের পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া থেকে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়। ৮ দিনের রিমান্ড শেষে জবানবন্দি নেওয়ার জন্য সোমবার রাত ৮টায় ইসাহাককে আদালতে হাজির করা হয়।
×