ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রিশ লাশ শহীদের আত্মত্যাগের স্বীকৃতি দাবি

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৫

ত্রিশ লাশ শহীদের আত্মত্যাগের স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার ॥ শুধু দিবস উদ্যাপন নয়, ত্রিশ লাখ শহীদ পরিবারের দায়িত্ব নিয়ে তাদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিÑ মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার বাংলাদেশ বিনির্মাণের কোন পথে আমরা’ শীর্ষক আলোচনায় তিনি এ দাবি জানান। গণজাগরণ মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের কর্মীরা। আলোচনা সভায় শহীদ সন্তান সাইদুর রহমান তার পরিবারের উপর বর্বর পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের দোসরদের অত্যাচারের কথা তুলে ধরেন। একাত্তরে মুক্তিযুদ্ধে তার মাকে জীবন্ত মাটিতে পুঁতে এবং পরিবারের অন্য সদস্যদের জবাই করে হত্যা করে পাকিস্তানী হায়েনা আর তাদের দোসর এদেশীয় যুদ্ধাপরাধীরা। এই শহীদ সন্তান বলেন, জামায়াতের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রকল্প বন্ধ করতে হবে। জামায়াতের অর্থের যোগান বন্ধ না করা হলে পাকিস্তানী মৌলবাদী মতাদর্শের এই যুদ্ধাপরাধী সংগঠনের দেশবিরোধী কার্যক্রম বন্ধ করা যাবে না। আলোচনা সভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বলেন, ৪৪ বছরে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সফলতা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু এবং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে যাওয়া। তিনি বলেন, ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন তখনই করা হবে, যখন আমরা শুধু দিবস পালনে সীমাবদ্ধ না থেকে শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেয়া শুরু করব। তাদের সুখ-দুঃখের কথা জানার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এদেশের প্রতিটি মানুষ, ব্যবসায়ী-প্রতিষ্ঠান এবং সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা। যতদিন পাকিস্তান তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে গণহত্যার দায় স্বীকার না করে, ততদিন পাকিস্তানের সঙ্গে কোন সম্পর্ক নয়। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদ হাবিব রুম্মন, ভাস্কর রাসা প্রমুখ।
×