ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয় : হাইকোর্ট

প্রকাশিত: ২১:২৬, ১৪ ডিসেম্বর ২০১৫

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয় : হাইকোর্ট

অনলাইন রিপোর্টার ॥ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও এর চেয়ারম্যানকে বলা হয়েছে। একইসঙ্গে গ্যাস-বিদ্যুদের দাম বৃদ্ধিতে পুনরায় গণশুনানি চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আদালতে ক্যাবের আইনজীবী মোঃ সাইফুল আলম বলেন, গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত চেয়ে এবং পুনরায় গণশুনানি করে মূল্য নির্ধারণের জন্য ক্যাব দুইটি আবেদন করে। এর প্রেক্ষিতেই রুল জারি করেছেন আদালত।
×