ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে সহিংসতাবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০৬, ৭ নভেম্বর ২০১৫

বরিশালে সহিংসতাবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে দুই বিদেশী নাগরিকসহ মুক্ত চিন্তার লেখক ও প্রকাশককে হত্যা করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সাংস্কৃতির সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বুধবার বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। সংগঠনের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জাসদের জেলা সভাপতি এ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, গণফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাস মিথুন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট এ কে আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের জেলার সাবেক সভাপতি সৈয়দ দুলাল, এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি নুরজাহান বেগম, শিক্ষক নেতা দাস গুপ্ত আশিষ কুমার প্রমুখ। শেষে বেতার ও টিভির শিল্পীদের সমন্বয়ে নৈরাজ্য এবং হত্যাকা-ের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×