ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় জালে আটকা বিশাল অজগর বনে অবমুক্ত

প্রকাশিত: ২০:৫২, ৬ নভেম্বর ২০১৫

কুয়াকাটায় জালে আটকা বিশাল অজগর বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ এক কৃষকের জালে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়েছে। কুয়াকাটার খাজুরা গ্রামের এঘটনায় গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। ১১ ফুট লম্বা প্রায় ৩০ কেজি ওজনের এ সাপটি বৃহস্পতিবার বিকালে বনবিভাগের কর্মীরা খাজুরা বনে অবমুক্ত করেছেন। দুপুরে সাপটি ধরা পড়ে। জানা গেছে, খাজুরা গ্রামের আমজেদ ফকির (৮০) ও ছেলে সোহেল ফকির (২৮) বাড়ির পাশে খালে মাছ ধরতে গেলে জালে সাপটি আটকা পড়ে। তারা সাপটি জাল থেকে বের করে একটি মটকির মধ্যে রেখে দেয়। খাজুরা বনবিভাগের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী খবর পেয়ে সাপটি বনেই অবমুক্ত করেন।
×