ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজ

টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

প্রকাশিত: ০৫:৪০, ৬ নভেম্বর ২০১৫

টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার তিন ওয়ানডে ও দুইটি টি২০ ম্যাচের সিরিজ শুরু হবে শনিবার। এ সিরিজের জন্য টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ। টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বরাবরের মতোই টিকিট বিক্রি করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। ইউক্যাশ ও সরাসরি ব্যাংকের শাখা থেকে টিকেট কিনতে পারবেন দর্শকরা। সরাসরি টিকিট বিক্রি হবে আজ থেকে। ইউক্যাশে টিকেট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ শুক্রবার বিশেষ ব্যবস্থায় ইউসিবি ব্যাংকের কয়েকটি শাখা খোলা থাকবে। আর ইউক্যাশে টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউক্যাশের মাধ্যমে কেনা টিকেট সংগ্রহ করা যাবে শুক্রবারও। দর্শকদের টিকেটের মূল্যের সঙ্গে পরিশোধ করতে হবে ১৫ শতাংশ ভ্যাট। ইউক্যাশের মাধ্যমে টিকেট বিক্রি হবে প্রগতি সরণি শাখা, মিরপুর রোড শাখা, শান্তিনগর শাখা ও উত্তরা শাখায়। সরাসরি টিকেট বিক্রি হবে শুধু মিরপুর শাখায়। বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ও টি২০ ম্যাচে টিকেটের মূল্য একই থাকছে। টিকেটের মূল্য হচ্ছে- গ্র্যান্ড স্ট্যান্ড উত্তর/দক্ষিণ ১ হাজার টাকা, ভিআইপি ৫০০ টাকা, শহীদ জুয়েল ও মুস্তাক স্ট্যান্ড ৩০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা ও পূর্ব গ্যালারি ১০০ টাকা। এরআগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মূল্য যা ছিল তা থেকে এবার টিকেটের দাম কমানো হয়েছে। এরআগে সর্বনিম্ন টিকেট মূল্য ছিল ১৫০ টাকা। এবার ৫০ টাকা কমানো হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড এরআগে যেখানে তিন হাজার টাকা ছিল, সেখানে এবার দাম এক হাজার টাকা। একইভাবে ভিআইপি গ্যালারির ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ১০০ টাকা কমানো হয়েছে।
×