ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্মরণ সভায় বক্তারা

আখতারুজ্জামান বাবু ছিলেন আওয়ামী রাজনীতির রক্তের ধারা

প্রকাশিত: ০৪:১৫, ৬ নভেম্বর ২০১৫

আখতারুজ্জামান বাবু ছিলেন আওয়ামী রাজনীতির রক্তের ধারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সকলের কাছে সমান গ্রহণযোগ্য ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ছিলেন আওয়ামী রাজনীতির রক্তধারা। তরুণ প্রজন্মকে বাবুর রাজনৈতিক জীবনাচরণ থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত নেতার পুত্র ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এতে মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য প্রবীণ রাজনীতিক মোঃ ইসহাক মিয়া। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শের অনুসারী হয়ে অবশ্যই ভূমিদস্যুদের বিতাড়িত করব। এ কাজটি করতে পারলে দল ও সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণ করা রাজনীতিক সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের সবাইকে মরণপণ লড়াই করতে হবে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকারীরা জাতীয় শত্রু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টাকারীরা জাতীয় শত্রু, মানবতার শত্রু। মীরজাফরদের বাঙালী ভুলে যায়নি। তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীবাড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এক কথা বলেন। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হাওলাদার ভুতুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন লিটন মাঝি, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউক ও ছাত্রলীগ সভাপতি মাসুম মোল্লা প্রমুখ। নাটোরে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ইঞ্জিনিয়ার কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অধিনায়ক সম্মেলনে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, এরিয়া কমান্ডার বগুড়া এবং কমান্ড্যান্ট, ইঞ্জিনিয়ার সেন্টার এ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংসহ কোরের সব ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই ইঞ্জিনিয়ার ইন চীফ, বাংলাদেশ সেনাবাহিনী বার্ষিক অধিনায়ক সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরবর্তীতে কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান সকলের উদ্দেশে বক্তব্য রাখেন। সম্মেলনের পূর্বে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন। এছাড়াও স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। -আইএসপিআর এআইইউবি ও ইউনান ভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি সই সম্পতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও চীনের ইউনান উন্মুক্ত বিদ্যালয়ের, মধ্যে শিক্ষা বিনিময়সংক্রান্ত এক সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয়পক্ষ লাভবান হবে। এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা এবং ইউনান উন্মুক্ত বিদ্যালয়, চীনের প্রতিনিধি পরিচালক (বৈদেশিকবিষয়ক) ইউ জিয়াপিং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে এআইইউবির প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×