ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মা ও শিশুর শৈশবকালীন সেবা নিয়ে এ্যাডভোকেসি সভা

প্রকাশিত: ০০:১৮, ৫ নভেম্বর ২০১৫

মা ও শিশুর শৈশবকালীন সেবা নিয়ে এ্যাডভোকেসি সভা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করুন, অপরিকরিকল্পিত গর্ভধারণ রোধ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগ সপ্তাহ ব্যাপি প্রচারাভিযান চালানোর লক্ষে এক এ্যাডভোকেসি সভার আয়োজন করে। নাসিং ইন্সটিটিউট মিলনায়তনে বৃহষ্পতিবার আয়োজিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন। ৭ থেকে ১২ নভেম্বর এ সপ্তাহ পালন করা হবে। পরিবার পরিকল্পনা, মা ও শিশুর শৈশবকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ-২০১৫ পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা: এস এম আব্দুল জলিল, বি এম এ’র জেলা সেক্রেটারী ডাঃ জোবায়ের গালীব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা বেগম প্রমূখ।
×