ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিংটোন-ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধই থাকছে

প্রকাশিত: ০০:০৮, ৫ নভেম্বর ২০১৫

রিংটোন-ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধই থাকছে

স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংগীত রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে বাণিজিকভাবে ব্যবহার করা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে মোবাইল ফোন অপারেটর রবিকে অনুদান হিসেবে গুণতে হচ্ছে ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে করা রবির লিভ টু আপীল নিস্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়ীদ অপরদিকে রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। আদেশে রবি আজিয়াটা লিমিটেডকে ‘দাতব্য অনুদান’ হিসেবে ৫০ লাখ টাকা কমিয়ে ৩০ লাখ টাকা মহাখালী ক্যান্সার রিসার্চ হাসপাতালকে দিতে বলা হয়েছে।এর আগে গত ১১ মে দেশের অপর দুই মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও বাংলালিংকের দায়ের করা আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ একই আদেশ দিয়েছিলেন। রায়ে গ্রামীণফোনকে লিভার ফাউন্ডেশন বাংলালিংককে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি রিসার্চে ‘দাতব্য অনুদান’ ৩০ লাখ টাকা দিতে বলা হয়েছিল। ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোবাইলের রিংটোন হিসেবে জাতীয় সঙ্গীতের ব্যবহার নিষিদ্ধ করে এই তিন মোবাইল ফোন কোম্পানিকে দাতব্য অনুদান হিসেবে প্রত্যেককে ৫০ লাখ টাকা দিতে আদেশ দেন।হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রবি আপিলে গেলে শুনানি করে আজ আদালত এ আদেশ দিলেন।
×