ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাওয়ার গ্রিডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০৩, ৪ নভেম্বর ২০১৫

পাওয়ার গ্রিডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। সোমবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮.১২ এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ১১.৫২ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার মেঘনা পেট্রোলিয়ামের সভা ১১ নবেম্বর স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম। আগামী ১১ নবেম্বর বুধবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর কোম্পানিটি ৯৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০০৭ সালে মেঘনা পেট্রোলিয়াম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×