ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে শহীদ নজরুলের স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০:৫৯, ৩ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে শহীদ নজরুলের স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর শাখা কমিটি এর আয়োজন করে। এতে লিখিত বক্তব্যে সদর কমিটির সাধারণ সম্পাদক নূর খান রিমন জানান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম আজীবন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকায় কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি রাষ্ট্রের নেতৃত্ব দেয়ায় শত্রুরা এইদিনে তাঁকে জেলহাজতে নির্মমভাবে হত্যা করে। তাঁর স্মৃতিতে জন্মভূমি কিশোরগঞ্জ রেলস্টেশনের চত্বরের পতিত জায়গায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এলাকাবাসী। কিন্তু এ দাবি বাস্তবায়নে কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আর তাই স্মৃতি ফলক বা ভাস্কর্য নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, আওয়ামী নারীনেত্রী বিলকিস বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন কুমার, আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফয়জুল্লাহ ফয়সাল, আমিনুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
×