ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিজামীর আপিল শুনানি পেছালো

প্রকাশিত: ১৭:৫৫, ৩ নভেম্বর ২০১৫

নিজামীর আপিল শুনানি পেছালো

স্টাফ রির্পোটার ॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানি পেছালো। আপিল বিভাগের এক জ্যেষ্ঠ বিচারপতি ‘অনুপস্থিত’ থাকায় হচ্ছে না আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) নির্ধারিত শুনানি পেছানো হয়েছে। এর আগে ০৯ সেপ্টেম্বর একদিন আপিল আবেদনের আংশিক শুনানি শেষে দ্বিতীয় দিনের মতো শুনানির দিন ধার্য করা হয়েছিলো মঙ্গলবার। গতকাল সোমবার (০২ নভেম্বর) বিকেলে প্রকাশিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে ছিলো মামলাটি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি চলবে। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ০৯ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে প্রথমে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর নিজামীর পক্ষে এক নম্বর অভিযোগ উত্থাপন করেন অ্যাডভোকেট-অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এরপর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ মুলতবি দিন ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
×