ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রীসের ৪টি প্রধান ব্যাংককে মূলধন বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৪:০৫, ৩ নভেম্বর ২০১৫

গ্রীসের ৪টি প্রধান ব্যাংককে মূলধন বাড়ানোর নির্দেশ

গ্রীসের ৪টি প্রধান ব্যাংককে মূলধন ১ হাজার ৫৯০ কোটি ডলার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। গত ৬ মাসে গ্রীসের ব্যাংক, বিনিয়োগকারী এবং করদাতাদের যে লোকসান হয়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতেই ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক অব গ্রীস, পিরাউস ব্যাংক, ইউরোব্যাংক এবং আলফা ব্যাংক। আগামী ৬ নবেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন পরিকল্পনা ইসিবির কাছে জমা দিতে বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বেঁচে থাকার মতো মজুরি পাচ্ছেন না ব্রিটেনের ৬০ লাখ কর্মী মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় মজুরি পাচ্ছেন না যুক্তরাজ্যের প্রায় ৬০ লাখ কর্মী। পেশাজীবীদের পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেপিএমজির প্রকাশিত তথ্যে দেখা গেছে, খ-কালীন নারী ও তরুণ কর্মীদের বেশির ভাগের উপার্জনই লিভিং ওয়েজের নিচে। সংস্থার গবেষণা প্রতিবেদনে বিষয়টিকে ‘উদ্বেগজনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের লিভিং ওয়েজ ফাউন্ডেশনের মতে, বর্তমান বাজারদর অনুযায়ী সে দেশের একজন কর্মীকে বেঁচে থাকতে হলে ঘণ্টায় ন্যূনতম ৭ পাউন্ড ৮৫ পেন্স মজুরি পেতে হয়। লন্ডনের মতো শহর, যেখানে বাড়ি-গাড়ি-খাবারের খরচ বেশি, সেখানে ঘণ্টায় ন্যূনতম ৯ পাউন্ড ১৫ পেন্স মজুরি পরিশোধ করা উচিত বলে ফাউন্ডেশন মনে করে। -অর্থনৈতিক রিপোর্টার
×