ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উসমানিয়া গ্লাসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০২, ৩ নভেম্বর ২০১৫

উসমানিয়া গ্লাসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। রবিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.০২ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৭০ এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ২.৪৭ টাকা (মাইনাস)। এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার পদ্মা অয়েলের সভা ১০ নবেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১০ নবেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা সোয়া ৬টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে বিনিয়োগকারীদের জন্য গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। -অর্থনৈতিক রিপোর্টার
×