ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডোমারে মাদকসেবীরা পিটিয়েছে কলেজ ছাত্রকে

প্রকাশিত: ২২:১৩, ২ নভেম্বর ২০১৫

ডোমারে মাদকসেবীরা পিটিয়েছে  কলেজ ছাত্রকে

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ মাদক সেবনে বাঁধা দিতে গিয়ে সুজন রায়(১৯) নামের এক কলেজ ছাত্র কে পিটিয়েছে একদল মাদকসেবী। ঘটনাটি ঘটেছে নীলফামারীর উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ বাজার পাগলার মোড় এলাকায় রবিবার রাত আটটায়। আহত সুজনকে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজন ওই ইউনিয়নের হংসরাজ কামাতপাড়া গ্রামের ভরত চন্দ্র রায়ের ছেলে ও নীলফামারী সরকারি সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।ঘটনার বিবরনে আহত সুজন রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে সাংবাদিকদের অভিযোগ করে জানায় তার গ্রামের বেশ কিছু বখাটে মাদকাসক্ত হয়ে পড়েছে। সে তাদের মাদক সেবন করতে বাধা দিয়েছিল। সেই সুত্র ধরে সন্ধ্যায় দীপক, নেঠা, লাভলু, নেপাল সহ বেশ কিছু বখাটে সুজকে পাগলার মোড়ে একা পেয়ে তার উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে। পাশাপাশি তার মোবাইল ফোন ও তার পকেটে থাকা অর্থ ছিনিয়ে নেয়। এ সময় সুজনের আতœচিৎকারে পথচারীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসী সুজন রায় কে উদ্ধার করে ডোমার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সুজন রায় থানায় মামলা দায়ের করবেন বলে জানায়।
×