ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তবু খুশি শারাপোভা

প্রকাশিত: ০৫:৫৮, ২ নভেম্বর ২০১৫

তবু খুশি শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ফাইনালসে শুরুটা দারুণভাবেই করেছিলেন মারিয়া শারাপোভা। রাউন্ড রবিনের তিন ম্যাচের সবটিতে জয়ের দেখা পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য রুশ সুন্দরীর, সেমিফাইনালের বাধা পেরুতে পারেননি। শেষ চারের লড়াইয়ে পেত্রা কেভিতোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন তিনি। চেক প্রজাতন্ত্রের কেভিতোভার কাছে হেরে ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও তার আগের পারফর্মেন্সে সন্তুষ্ট শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘ডব্লিউটিএ ফাইনালসের রাউন্ড রবিনে সম্পূর্ণরূপে শারীরিকভাবেই কোর্টে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে হয়েছে আমাকে। সেখানে জয়ও পেয়েছি আমি। আসলে এমনটা টুর্নামেন্ট শুরুর আগেও আমি পারব যে তা ভাবিনি। কারণ আমি মাঝের দীর্ঘদিন টেনিস খেলিনি।’ টেনিস কোর্টে দীর্ঘদিন না খেলেও রাউন্ড রবিনে টানা তিন ম্যাচ জয় পান মাশা। এ কারণেই তার আনন্দ ছাড়িয়ে গেছে সীমানা। প্রকৃতপক্ষে উচ্ছ্বাসে ভাসাটাই স্বাভাবিক। কারণ মারিয়া শারাপোভা শেষ কোর্টে নেমেছিলেন উইম্বল্ডনে। যে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছেন রাশিয়ান এই গ্ল্যামারগার্ল। এরপর মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। নিজেকে সরিয়ে নেন সিনসিনাতি মাস্টার্স এবং চায়না ওপেন থেকেও। তবে উহান ওপেনের মাধ্যমে কোর্টে ফেরার প্রবল ইচ্ছা ছিল তার। চেষ্টা করেছিলেন সেই ইভেন্ট দিয়েই লড়াইয়ে নামতে। প্রথম ম্যাচ খেলেছিলেনও তিনি। কিন্তু সেই ম্যাচের প্রথম সেট খেললেও দ্বিতীয় সেট শেষ না করেই অবসর নিতে হয় মাশাকে। যে কারণে মৌসুমের শেষ বড় কোন টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসই শারাপোভার ফেরার মঞ্চ। যেখানে প্রথম তিন ম্যাচ অত্যন্ত দাপটের সঙ্গেই খেলেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। কিন্তু তার জয়রথ থামিয়ে দেন পেত্রা কেভিতোভা। তবে চেক তারকার বিপক্ষে আবারও মুখোমুখি হবে শারাপোভা। প্রাগে, ফেড কাপের শিরোপার লড়াইয়ে। তবে ফেড কাপে মাশার অভিজ্ঞতা নেই তেমন। যে কারণে সেই টুর্নামেন্ট নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই তার, ‘আমি সেই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে আছি। কিন্তু এর আগে কখনই এর অংশ ছিলাম না যে কারণে আমি কিছুই বুঝতে পারছি না কি ধরনের প্রত্যাশা থাকা উচিত আমার।’
×