ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সদ্যবিলুপ্ত ছিটমহলের নাগরিকরা বাংলাদেশ ছাড়ছে

প্রকাশিত: ০৫:৫৩, ২ নভেম্বর ২০১৫

সদ্যবিলুপ্ত ছিটমহলের  নাগরিকরা বাংলাদেশ  ছাড়ছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ নবেম্বর ॥ সদ্য বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব নিয়েছে, এমন ট্রাভেল পাসধারীদের বাংলাদেশ ছেড়ে যেতে রবিবার থেকে আর বাধা নাই। তারাও ভারতে যেতে সকল প্রস্তুতি শেষ করেছে। বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়ে যেতে এখন প্রস্তুত। পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের অভ্যন্তরে বিলুপ্ত বাঁশকাটা ছিটমহল থেকে ভারত যাচ্ছেন যাদব রায়। তিনি জানান, সবকিছু গোছগাছ করে রেখেছেন। তারপরও বিদায়বেলায় মাটির টানে কেমন কেমন লাগছে। যেতে ইচ্ছা করছে না। আপনারা ভাল থাকবেন। ভারতে গিয়ে যেন আমরা ভাল থাকতে পারি। এসব বলতে বলতে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। ৬ বছর বয়সী ছেলে দীপঙ্কর রায় ও স্ত্রী রামিতা রানীকে নিয়ে ভারতে যেতে প্রস্তুতি শেষ করেছেন। যাদব রায়ের মতোই উকিল চন্দ্র বর্মণ জানান, এতদিন বাংলাদেশে বসবাস করেছি। এখন ভারতে চলে যাচ্ছি।
×