ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যানিমেটেড চলচ্চিত্র ‘ডিটেকটিভ’

প্রকাশিত: ০৫:৪৫, ২ নভেম্বর ২০১৫

এ্যানিমেটেড চলচ্চিত্র ‘ডিটেকটিভ’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য এ্যানিমেটেড চলচ্চিত্র ‘ডিটেকটিভ’।জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন তারেক আনাম খান। সম্পাদনা করেছেন তপন আহমেদ ও তৌহিদ হোসেন চৌধুরী। এনিমেটের ও পরিচালনা করেছেন তপন আহমেদ। এ চলচ্চিত্র প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, জাজ সবসময় নতুন কিছু দর্শককে উপহার দিতে চায়। আমরা ‘ভালবাসার রং’ চলচ্চিত্র থেকে নতুন নায়ক, নায়িকা, পরিচালক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী উপহার দিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় জাজ এবার উপহার দিতে যাচ্ছি এনিমেটেড চলচ্চিত্র। আমরা বাংলাদেশী মেধাবী তরুণদের দিয়ে একটি এনিমিটেড চলচ্চিত্র বানিয়েছি। এনিমিটেড চলচ্চিত্র ‘ডিটেকটিভ’ ২০১৬ সালের প্রথম দিকে মুক্তি দেয়া হবে।
×