ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও ৪ আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে

প্রকাশিত: ০৫:৩৬, ২ নভেম্বর ২০১৫

আরও ৪ আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে

সংসদ রিপোর্টার ॥ দুবলারচর, কুয়াকাটা, ডালচর ও নিঝুমদ্বীপে আরও চারটি আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে। আধুনিকায়ন হবে কক্সবাজার, কুতুবদিয়া ও সেন্টমার্টিনের তিনটি বাতিঘরকে। রবিবার জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে সমুদ্র পরিবহন অধিদফতর। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম বীরউত্তম। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মোঃ আব্দুল হাই, মোঃ নূরুল ইসলাম সুজন, মোঃ হাবিবর রহমান, এম আব্দুল লতিফ এবং মোঃ আনোয়ারুল আজীম (আনার)। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×