ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যামনেস্টির দেয়া বিবৃতির প্রতিবাদ জানাবে সরকার

প্রকাশিত: ০১:১০, ১ নভেম্বর ২০১৫

অ্যামনেস্টির দেয়া বিবৃতির প্রতিবাদ জানাবে সরকার

কূটনৈতিক রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া বিবৃতির বিষয়ে কড়া প্রতিবাদ জানাবে সরকার। যুক্তরাজ্যভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়ে জবাব চাওয়া হবে। এদিকে মঙ্গলবার চারদিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা কেরুটি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এদিকে ঢাকার বিমসটেক ও সার্সো অফিসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ডস সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মুক্তিযুদ্ধ নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া বিবৃতির কঠিন জবাব দেওয়া হবে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির শক্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছি। তারা বিবৃতিতে যেটা বলেছে, তা অগ্রহণযোগ্য। দু’এক দিনের মধ্যেই তাদের কাছে জবাব পাঠানো হবে। এ সময় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, তাদের (অ্যামনেস্টি) বিরুদ্ধে যা করার সব করবো। এছাড়া তাদের বিবৃতির জবাব পাঠানো হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, যুদ্ধাপরাধে মৃত্যুদ-প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানির আগে ২৭ অক্টোবর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি’।
×