ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ থাকবে আধাবেলা

প্রকাশিত: ২৩:১৬, ১ নভেম্বর ২০১৫

বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ থাকবে আধাবেলা

স্টাফ রিপোর্টার ॥ জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারীকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনের ওপর হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে আধাবেলা সব বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। আর জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনাস্থল ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের সব দোকান বন্ধ থাকবে তিন দিন। ররিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব বই ও শিক্ষা উপকরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন বলেন, আধাবেলা দোকান বন্ধ রাখার পাশাপাশি তিন দিন শোক পালন করবেন ব্যবসায়ীরা। ঢাকাসহ সব জেলায় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সোমবার কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে হবে মানববন্ধন। এছাড়া সব জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের মত কর্মসূচি পালন করা হবে।
×