ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন

প্রকাশিত: ২২:২৭, ১ নভেম্বর ২০১৫

নতুন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যুদ্ধপরাধীদের বিচারের রায় বানচাল করার জন্য বিদেশী ও ব্লগার হত্যা করা হয়েছে। দুটি হত্যাকান্ড একই সুত্রে গাাঁথা। দেশের একটি মহল একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে আইএসএর নামে দোষ চাপাচ্ছে। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মাদক পাচার বন্ধে দুদেশের সীমান্ত বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়াও বিজিবিকে আরো দক্ষ বাহিনীতে পরিনত করতে প্রাথমিকভাবে ৫০ জন নারী সদস্য নিয়োগ দেয়া হবে। রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে নতুন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলনের মাধ্যমে এর যাত্রা শুরু করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশে একটি দক্ষ শক্তিশালী আধুনিক বাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দেশে ৪টি রিজিয়ন, ৪টি সেক্টর এবং ১১টি ইউনিট তৈরী করছে। এর মধ্যে একটি ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এটি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে ২৫ একর জমির উপর স্থাপন করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিরি যশোর রিজিয়ন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল লাহেং মং, ৬ বিজিবির পরিচালক লে.কর্ণেল এস এম মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু প্রমুখ।
×