ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোকসানে গেল বিডি সার্ভিস

প্রকাশিত: ০৬:২৯, ১ নভেম্বর ২০১৫

লোকসানে গেল বিডি সার্ভিস

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিডি সার্ভিস)। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির। তৃতীয় প্রান্তিকে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৮৬ টাকা, শেয়ারপ্রতি কার্যকারী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হয়েছে ২.৯৮ টাকা (মাইনাস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.২৫ টাকা, এনওসিএফপিএস ছিল ১.৫৩ টাকা এবং এনএভিপিএস ছিল ১৬.১৪ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৩.১১ টাকা। গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ১৫)-এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.০৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×