ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীর্ষে উঠার সুযোগ হারাল এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫:৩৫, ১ নভেম্বর ২০১৫

শীর্ষে উঠার সুযোগ হারাল এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ লা লীগায় রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনার একক আধিপত্য। এই দুই জায়ান্টের পরের স্থানটাই এ্যাটলেটিকো মাদ্রিদের। ঠিক বর্তমান পয়েন্ট টেবিলটাই যেন তার বড় দৃষ্টান্ত। রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা সমান ৯ ম্যাচ খেলে সমান ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে যথাক্রমে এক ও দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান এ্যাটলেটিকো মাদ্রিদের। তবে শুক্রবার দুই জায়ান্ট রিয়াল-বার্সাকেই টপকিয়ে শীর্ষে উঠার সুযোগ ছিল এ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু সেটা আর হতে দিল না ডিপোর্টিভো লা করুনা। শক্তিশালী এ্যাটলেটিকোর বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করল। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। তবে এতে হতাশ নয় ২০১৩-১৪ সালের শিরোপা জয়ীরা। বরং এখনও মৌসুমের অনেকটা পথ বাকি। যে সময়ে শীর্ষে ওঠার অনেক সুযোগ আসবে বলেই বিশ্বাস তাদের। এ বিষয়ে এ্যাটলেটিকোর মিডফিল্ডার কোকে বলেন, ‘ম্যাচটা জয়ের সুযোগ ছিল আমাদের। কিন্তু এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, লা লীগার সবগুলো দলই খুব ভালো এবং সামনে আসার যোগ্যতা রয়েছে তাদের। শীর্ষে ওঠার সুযোগ কাজে না লাগাতে পারাটা হতাশার। কিন্তু এখনও অনেক সময় বাকি। তাই শীর্ষে উঠতে আমরা সম্ভাব্য সব কিছুই করবো।’ তবে শীর্ষে উঠলেও সেটা ২৪ ঘণ্টার বেশি ধরে রাখতে পারতো না তারা। কেননা একদিন পরই যে আবার মাঠে নামে দুই জায়ান্ট রিয়াল আর বার্সিলোনা। শনিবার রিয়াল মাদ্রিদে লাস পালমাসের মুখোমুখি হয়। আর অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা খেলে গেটাফের বিপক্ষে।
×