ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাজার বছরের বাঙালী সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির ॥ ড. মিজানুর

প্রকাশিত: ০৫:৩১, ১ নভেম্বর ২০১৫

হাজার বছরের  বাঙালী সংস্কৃতি সাম্প্রদায়িক  সম্প্রীতির ॥  ড. মিজানুর

‘বহুমাত্রিক রাষ্ট্র গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক এক আন্তঃধর্মীয় সংলাপ শনিবার রাজধানীর জাতীয় চার্চ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার ফারজানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাতীয় চার্চ পরিষদের সভাপতি জয়ন্ত অধিকারী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, মানবাধিকার আন্দোলনের সংগঠক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, হাজার বছরের বাঙালী সংস্কৃতি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমাদের যার যার ধর্মীয় বিশ্বাসকে অক্ষুণœ রেখে আমাদের সবাই বাংলাদেশের নাগরিক তথা বাঙালী হিসেবে ঐক্যবদ্ধ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি বলেন, পৃথিবীতে অনেক ধর্ম ক্রিয়াশীল রয়েছে। কোন ধর্মে উগ্রতা বা উস্কানির স্থান নেই। সকল ধর্মের মানুষের প্রতি মানুষের ভালবাসা, প্রেম-প্রীতির কথাই বলা হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×