ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিটিভিতে আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৩:৩২, ৩১ অক্টোবর ২০১৫

বিটিভিতে  আজ  ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলা একাডেমির ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের সামনে ধারণ করা ‘ইত্যাদি’র একটি নিয়মিত পর্ব আজ রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের ১৭ অক্টোবর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে কয়েকটি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৬ ফুট বা তারও বেশি উচ্চতার দীর্ঘকায় মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের ওপর প্রতিবেদন, গ্রীন সেভার্স নামে প্রতিষ্ঠানের প্রতিবেদন। এছাড়াও গত ৩০ অক্টোবর ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ওপর রয়েছে স্মৃতিচারণামূলক প্রতিবেদন। রয়েছে ভারতের ফতেপুর সিক্রির গেট ও যোধাবাঈ প্যালেসের ওপর একটি বিদেশী প্রতিবেদন। এছাড়া এবারের ‘ইত্যাদি’তে গান রয়েছে দুটি। সত্তর দশক থেকে এখন পর্যন্ত একইভাবে জনপ্রিয় দু’জন শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে রয়েছে একটি দ্বৈত সঙ্গীত। এছাড়াও রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও মডেল-অভিনেতা নোবেলের দ্বৈত সঙ্গীত। ‘ইত্যাদি’র এই অনুষ্ঠানের মাধ্যমে নোবেল ও মৌসুমী প্রথম স্বকণ্ঠে গান পরিবেশন করেন। দুটো গানেরই কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু। ‘ইত্যাদি’র এই পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলা একাডেমিকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। রয়েছে মামা-ভাগ্নে ও নানি-নাতি পর্ব। এছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
×