ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২২, ৩১ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ অক্টোবর ॥ সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙ্গন রোধে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শত শত গ্রামবাসী। শুক্রবার বেলা ১১টায় সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙ্গন কবলিত সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করে। দুই নদীর তীরে আধা কিলোমিটার সড়কজুড়ে হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত আফজাল হোসেন আকন, মোঃ জুলফিকার আলী হাওলাদার ও ওলিউল ইসলাম আকন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, দিয়াকুল গ্রামের এক মৌজায় ১৭৬০ একর জমি ছিল, এর মধ্যে ১২০০ একর জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই গ্রামের তিনশত পরিবার গৃহহীন হয়েছে।
×