ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত স্থানে ‘ফ্রেন্ডস্ ফর এভার’

প্রকাশিত: ০৫:০৬, ৩১ অক্টোবর ২০১৫

বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত স্থানে ‘ফ্রেন্ডস্ ফর এভার’

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের সীতানাথ মথুরানাথ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই স্কুলের ১৪০ বছর পূর্তি এবং সাবেক ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ কনসার্ট। কনসার্টটির নাম দেয়া হয়েছে ‘ফ্রেন্ডস্ ফর এভার’। আলোচিত এ কনসার্টে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। এর মধ্যে রয়েছে জনপ্রিয় ব্যান্ড সোলস্, বাপ্পা এ্যান্ড ফ্রেন্ডস, ফাহমিদা নবী এবং ডলি সায়ন্তনী। কনসার্টটি উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা আম্ররিন। আলমগীর হোসেন এবং ওয়ালিদ হাসানের প্রযোজনায় ‘ফ্রেন্ডস ফর এভার’ কনসার্টটি আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি প্রচার হবে। ইতোমধ্যে কনসার্টটি নিয়ে স্থানীয় দর্শক শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে আয়োজিত কনসার্টটি দর্শকদের অন্য রকম আনন্দ দেবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।
×