ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে ১০ কিলো মিটার পাকা রাস্তা হচ্ছে

প্রকাশিত: ২০:৪১, ৩০ অক্টোবর ২০১৫

পার্বতীপুরে ১০ কিলো মিটার পাকা রাস্তা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর॥ পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের অধিবাসীরদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হলো। ইউনিয়নের জাকেরগঞ্জ হতে চাকলাডাঙ্গা হাট ভায়া সুন্দরপীর গোমস্তাপাড়া পর্যন্ত ১০ কি.মি রাস্তা পাকা হচ্ছে। রাস্তা পার্শ্বস্থ গ্রামগুলোতে উৎসব অবস্থা বিরাজ করছে। এলাকার সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রমানের প্রচেষ্টায় রাস্তা নির্মান প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রী আজ শুক্রবার সকাল ১০ টায় জাকেরগঞ্জ পয়েন্টে নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় দিনাজপুরের এল জি আর ডি দপ্তরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, কনসালটেন্ট আনিসুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কৃর্ষিবিদ নূর মোহাম্মদ রাজা, দক্ষতাশীন দলের পার্বতীপুর আয়োমী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। ৯ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৭৪৩ টাকা ব্যয়ে নর্দান বাংলাদেশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন দিনাজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
×