ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৮:১৭, ৩০ অক্টোবর ২০১৫

মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ গাড়ি পোড়ানো মামলায় বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ এ চার্জ গঠন করেন। মামলার আসামিদের মধ্যে আরও আছেন সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, দ-বিধির ১৪৩, ৪৩৫, ৪২৭ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ শুনানি উপলক্ষে মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী আদালতে উপস্থিত থাকলেও তিনি নিজে আদালতে শুনানি করেন। বর্তমান আইনজীবীদের ওপর আস্থা নেই আদালতকে জানিয়ে নতুন আইনজীবী নিয়োগ করে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন তিনি। কিন্তু এর আগে ছয়টি ধার্য তারিখে চার্জ শুনানির সময় পেছানোর আবেদন করায় পুনরায় চার্জ শুনানির আবেদন বিচারক নাকচ করে দেন। ২০১৩ সালের ১৭ মার্চ ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে মালিবাগ থেকে গুলশানগামী ৬ নম্বর যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটির চালক আনোয়ার হোসেন বাবু রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেছিলেন। তেজগাঁও থানার এসআই রাজিবুল ইসলাম ঘটনাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল ৯ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
×