ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ নগদ ডলারের সঙ্কট

প্রকাশিত: ০৬:২৮, ৩০ অক্টোবর ২০১৫

হঠাৎ নগদ ডলারের সঙ্কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কয়েক সপ্তাহ ধরেই বাড়তে শুরু করেছে ডলারের বিনিময় মূল্য। একই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকেও দেখা দিয়েছে নগদ ডলারের সঙ্কট। বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় এবং হজ মৌসুমের কারণেই সাময়িক এ সঙ্কট বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। তবে এই সমস্যা সাময়িক উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে সঙ্কট মোকাবিলায় নগদ ডলার আমদানির প্রক্রিয়া চলছে। দেশে এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের পরিমাণ প্রায় ২৭ বিলিয়ন ডলার। যা দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু হিসাবের খাতায় বিশাল রিজার্ভ থাকার পরেও বাজারে দেখা দিয়েছে নগদ ডলারের ঘাটতি। কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে নগদ ডলারের বিনিময় মূল্যও। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জে ঘুরে দেখা যায়, ৭৮ টাকার ডলার এখন বিক্রি হচ্ছে ৮১ থেকে ৮১ টাকা ৩০ পয়সায়। তবে দাম কিছুটা বাড়লেও ডলারের কোন ঘাটতি নেই বলে জানান এখানকার ব্যবসায়ীরা।
×