ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সনির বৃহস্পতি তুঙ্গে

প্রকাশিত: ০৬:২৫, ৩০ অক্টোবর ২০১৫

সনির বৃহস্পতি তুঙ্গে

প্লে স্টেশন ভিডিও গেমসের বদৌলতে জাপানের সনি ইলেক্ট্রনিক্সের বৃহস্পতি এখন তুঙ্গে। বৃহৎ ইলেক্ট্রনিক্স কোম্পানিটি জানিয়েছে গত ছয়মাসে তাদের প্রায় ১শ’ কোটি ডলার আয় হয়েছে। গত কয়েক বছর ধরে লোকসান গোনার পর কোম্পানিটি এবারই লাভের মুখ দেখল। মূলত ওই ভিডিও গেমসের বাজার কাটতি থাকায় এটি সম্ভব হয়েছে বলে কোম্পানিটি মনে করে। -এএফপি ধোঁয়াশা কেটে যাওয়ায় কয়েকদিন ধোঁয়াশাচ্ছন্ন থাকার পর বৃহস্পতিবার পরিষ্কার নীল আকাশ দেখা গেল কুয়ালালামপুরে। ইন্দোনেশিয়ায় দাবানলের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ধোঁয়াশার জন্য সপ্তাহখানেক পরিষ্কার আকাশ দেখা যায়নি। বৃষ্টি ও মৌসুমী বায়ুর প্রভাবে ধোঁয়াশা কেটে যাওয়ার পর কুয়ালালামপুরে সিআইএমবি ক্ল্যাসিক গলফ টুর্নামেন্ট দেখতে আসে দর্শক। খ্যাতিমান মার্কিন গলফার চার্লস হাওয়েলের শট দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। -এএফপি দিল্লীতে ইন্ডিয়া-আফ্রিকা ফোরাম সম্মেলন সমাপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লীতে বৃহস্পতিবার শেষ হয়েছে ইন্ডিয়া-আফ্রিকা ফোরাম সামিট। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে বুধবার আফ্রিকার ২০টি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকার ৫৪ দেশের প্রতিনিধিরা একসঙ্গে ভারতে এসেছেন। এদের মধ্যে অনেকেই দীর্ঘ দু’দশক পর ভারতে এসেছেন। অনেকেই এসেছেন প্রথম। ১৯৮৩ সালের জোটনিরপেক্ষ সম্মেলনের পর এই প্রথম দিল্লীতে এতবড় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের গোড়ায় আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে চীন-আফ্রিকা সম্মেলন। -ওয়েবসাইট
×