ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিতর্ক সত্ত্বেও গোলাপী বলে দিবারাত্রী টেস্ট!

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ অক্টোবর ২০১৫

বিতর্ক সত্ত্বেও গোলাপী বলে দিবারাত্রী টেস্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ট্রান্স-তাসমান চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নামার সময় হয়ে গেছে। তিন টেস্টের সিরিজ শুরু হবে আর ৬ দিন পরেই। এবারের সিরিজটি বাড়তি এক আগ্রহের কেন্দ্রে থাকছে। পেতে যাচ্ছে ঐতিহাসিক এক স্বীকৃতি। কারণ প্রথমবারের মতো টেস্ট খেলা হবে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। দিবারাত্রির টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহার করা হবে গোলাপি বল। সিরিজের তৃতীয় টেস্ট এ্যাডেলেইড ওভালে খেলা হবে ফ্লাডলাইটের আলোয়। তবে গোলাপি বলের ব্যবহার নিয়ে আছে নানামুখী তর্ক-বিতর্ক। কেউ এর পক্ষে আবার কেউ বিপক্ষে বলেই চলেছেন। সেই বিতর্কের ঝড় এখনও আছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবার গোলাপি বল নিয়ে সব ধরনের অভিযোগ উড়িয়ে দিচ্ছে। এমনকি সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন গোলাপি বল নিয়ে কোন অভিযোগ করার সময়সীমা পেরিয়ে গেছে। তাই এখন আর কিছু বলে লাভ হবে না, গোলাপি বলেই খেলা হবে। অনেকে বলেছেন ‘কুকাবুরা পিঙ্ক বল’ খুব সহজেই দৃষ্টিগোচর হয় এবং সেটাকে দেখা অন্য যেকোন বলের চেয়ে অনেক সহজ। নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে একটা শঙ্কা ছিল গোলাপি বল নিয়ে। এ কারণে তারা ডে-নাইট টেস্ট নিয়ে আগে থেকেই কিছুটা নাখোশ ছিল। কিন্তু ফ্লাডলাইটে গোলাপি বলে অনুশীলন শুরুর পর অবশ্য কিউই ক্রিকেটারদের মনোভাব পাল্টেছে। সে কারণে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট ভেন্যু এ্যাডেলেইড ওভাল নতুন এক ইতিহাসে পদার্পণ করবে আগামী ২৭ নবেম্বর। সেদিন তিন টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে। যদিও এর আগেই পরীক্ষামূলকভাবে সফরকারী নিউজিল্যান্ড পার্থে দু’দিনের একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। আর সেখানেও ব্যবহার করা হবে গোলাপি বল। খোদ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই এর পক্ষে-বিপক্ষে কথা বলছেন। এর মধ্যে আছেন মিচেল স্টার্ক, এ্যাডাম ভোগস, জোশ হ্যাজলউড ও জন হ্যাস্টিংস। সর্বশেষ হ্যাস্টিংস যেটা বলেছেন যে কোন পেসারের জন্য সেটা বেশ খারাপ সংবাদই বলা যেতে পারে। তিনি দাবি করেছেন গোলাপি বলের কাঠিন্য ও উজ্জ্বলতা দ্রুতই শেষ হয়ে যায়। এমনকি এ পেসারের দাবি ১৫ ওভার পরেই আর গোলাপি বল কোন ধরনের সুইং করে না। হ্যাস্টিংসের শঙ্কা এটা একঘেয়ে এবং বিরক্তিকর ক্রিকেট খেলার কারণ হবে। আর ভোগসের দাবি ৫০ ওভার পরেই গোলাপি বল খেলার অযোগ্য হয়ে যাবে এবং নতুন বল নেয়ার জন্য ৮০ ওভার পর্যন্ত খেলার যে নিয়ম সেটা এখানে অকেজো হয়ে যাবে। তবে এখন ক্রিকেটাররা যাই বলুন না কেন সে সবের প্রতি বিন্দুমাত্র ভ্রƒক্ষেপ নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। কোন ধরনের অভিযোগ এখন আর আমলেই নিচ্ছে না তারা। এ বিষয়ে সিএ প্রধান নির্বাহী সাদারল্যান্ড স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন গোলাপি বলেই খেলা হবে। তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমরা যখন এটা পরীক্ষা-নিরীক্ষা করছিলাম সে সময় এই বল নিয়ে নানা ধরনের সমালোচনার প্রতি মনোযোগী ছিলাম। এখন আমরা হাই পারফর্মেন্সের প্রস্তুতি নিয়ে ফেলেছি। অনেক আগেই ট্রায়াল শেষ হয়ে গেছে। এ গ্রীষ্মে আমাদের খেলোয়াড়দের তৃতীয় টেস্টে দিবারাত্রির ম্যাচে গোলাপি বলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত করার দিকেই আমাদের মনোযোগ এখন।’ বিশ্ব খ্যাত কুকাবুরার গোলাপি বলে খেলা হবে। আর সেটা নিয়ে ক্রিকেট ইতিহাসে অন্য যেকোন বলের চেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সে কারণে নতুন করে আর কোন অভিযোগ গৃহীত হবে না বলে জানিয়েছেন সাদারল্যান্ড। পেপসি-ডিআরইউ ক্রিকেট ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার পঞ্চম দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে সকালের খবর, আলোকিত বাংলাদেশ, চ্যানেল ২৪, ইত্তেফাক, মাছরাঙা টিভি, চ্যানেল আই, যমুনা টিভি ও বাংলাভিশন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাহেনুর ইসলামের বিধ্বংসী বোলিংয়ে সকালের খবরকে ৬৬ রানে হারিয়েছে ইনকিলাব। পর পর তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যান অব দ্য ম্যাচ হন রাহেনুর ইসলাম। দ্বিতীয় ম্যাচে আরটিভি ৩ রানে আলোকিত বাংলাদেশের কাছে হেরে যায়। আলোকিত বাংলাদেশের জিয়াদুল ম্যান অব দ্য ম্যাচ হন। দিনের তৃতীয় ম্যাচে চ্যানেল ২৪ এর কাছে ৪০ রানে হেরেছে ডেইলি অবজারভার। ম্যাচসেরা হন চ্যানেল ২৪ এর কিরণ। চতুর্থ ম্যাচে ইত্তেফাক ৪ উইকেটে সমকালকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন ইত্তেফাকের সাইদুর। পঞ্চম ম্যাচে মাছরাঙ্গা টিভি ৮০ রানের বিশাল ব্যবধানে আজকের পত্রিকাকে পরাজিত করে। ম্যাচসেরা হন মাছরাঙার জুবায়ের। ষষ্ঠ ম্যাচে চ্যানেল আইয়ের কাছে ১ উইকেটে হেরেছে মানবকণ্ঠ। ম্যাচসেরা হন চ্যানেল আইয়ের নিলাদ্রি। সপ্তম ম্যাচে যমুনা টিভি ১৮ রানে বাংলামেইলকে পরাজিত করে। যমুনা টিভির হিমেল ম্যান অব দ্য ম্যাচ হন। দিনের শেষ ম্যাচে বাংলাভিশনের কাছে ৭ রানে হেরেছে জিটিভি। ম্যাচসেরা হন বাংলাভিশনের দিপন।
×