ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু ফেদেরারের

প্রকাশিত: ০৫:১১, ২৯ অক্টোবর ২০১৫

জয় দিয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই সুইস ইনডোরস টুর্নামেন্টে যাত্রা শুরু করেছেন রজার ফেদেরার। মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা ৬-১ এবং ৬-২ গেমে হারান মিখাইল কুকুশকিনকে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে এখন তার প্রতিপক্ষ খুব কাছের বন্ধু ফিলিপ খোলস্ক্রেইবার। ফেড এক্সপ্রেস ছাড়াও এই টুর্নামেন্টের প্রথম পর্বে জয়ের দেখা পেয়েছেন ডেভিড গোফিন, গ্রিগর দিমিত্রোভ, জন ইসনার এবং রিচার্ড গ্যাসকুয়েট। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার। কিন্তু গত কয়েক মৌসুম ধরে নিষ্প্রভ এই সুইস তারকা। ২০১২ সালে উইম্বল্ডনে শেষবারের মতো গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তবে চলতি মৌসুমে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। র‌্যাঙ্কিংয়েও তার প্রমাণ দেখা যায়। বর্তমানে তিনি র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছেন। তবে নিজের শহর বাসেলে আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নামেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। সোমবার থেকে বাসেলে শুরু হয়েছে সুইস ইনডোরস টেনিস প্রতিযোগিতা। একদিন পরই কোর্টে নামেন ১৭ গ্র্যান্ডসøামের মালিক ফেদেরার। এই আসরে এখন পর্যন্ত মোট ৬ শিরোপা জিতেছেন তিনি। গত বছরও শিরোপা জিতেছেন ফেড এক্সপ্রেস। পারফর্মেন্সের সেই ধারা অব্যাহত রেখেই সুইস ইনডোরসে নিজের সপ্তম শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ফেদেরার। ফেদারার এই মিশনে শেষ পর্যন্ত কতটা সফল হবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক টেনিসবোদ্ধাই। কেননা এই আসরেই যে স্টানিসøাস ওয়ারিঙ্কা, রাফায়ের নাদালের মতো তারকা খেলোয়াড়রাও অংশ নিয়েছেন। অবশ্য ৩৪ বছর বয়সেও যে পেশাদার টেনিসে কোর্টে নামতে পারছেন, তাতেই খুশি ফেদেরার। এ বিষয়ে টুর্নামেন্ট শুরুর আগেই রজার ফেদেরার বলেছিলেন, ‘১০ বছর আগে আমি কেবলই ভাবতাম যে ৩৪ বছর বয়সেও যেন খেলাটা চালিয়ে যেতে পারি। আর এখন আমি তা বাস্তবে দেখছি। আমি টেনিস ক্যারিয়ার ও জীবনের রোমাঞ্চকর এক অধ্যায় পার করছি। তাই সব অবস্থাতেই আমার সুখী হওয়া উচিত।’ চলতি বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন ফেদেরার। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হার মানেন তিনি। যে কারণে মেজর কোন শিরোপা ছাড়াই শেষ তিনটি বছর পার করতে হচ্ছে ফেদেরারকে।
×