ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা মেডিক্যালে মৃত্যুসনদ লেখার ডাক্তার ছিল না

প্রকাশিত: ০৪:৪২, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা মেডিক্যালে মৃত্যুসনদ লেখার ডাক্তার ছিল না

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাকিব (৭) নামে এক শিশু মৃত্যুর পর মৃত্যুসনদ লেখার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। শিশুটির মা রাবেয়া খাতুন জানান, শরীয়তপুরের জাজিরা থানার গোপালপুর গ্রাম থেকে গত ১৯ অক্টোবর শাকিবকে ঢামেকের ম্যাকজিলো ও ফেসিয়াল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাকিবের মাড়ির হাড়ের অপারেশন চলে। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে শাকিব খিঁচুনি দিতে শুরু করে। এ অবস্থায় অনেক খুঁজেও কোন ডাক্তারকে পাওয়া যায়নি। রাবেয়া আরও অভিযোগ করে বলেন, এরপর জানতে পারি সন্ধ্যা ৬টার দিকে শাকিবের মৃত্যু হয়েছে। ইউরোপের সেনজেন ভিসার নতুন নিয়ম কূটনৈতিক রিপোর্টার ॥ ইউরোপের সেনজেন ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের আঙুলের ছাপ ও ডিজিটাল ছবি দিতে হবে। আগামী ২ নবেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। বুধবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সেনজেন ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এ নিয়ম অনুযায়ী সেনজেন ভিসা নিতে হলে আঙুলের ছাপ ও ডিজিটাল ছবি দিতে হবে। মিথ্যা তথ্য, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্যও এই নিয়ম কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা ইনফরমেশন সিস্টেম (ভিআইএস) চালু রয়েছে। এই প্রক্রিয়ায় অনলাইনে সেনজেন ভিসার তথ্য সরবরাহ করা হয়।
×