ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের জন্য সোনালী ব্যাংকের ঋণ কর্মসূচী চালু

প্রকাশিত: ০১:৪৯, ২৮ অক্টোবর ২০১৫

মুক্তিযোদ্ধাদের জন্য সোনালী ব্যাংকের ঋণ কর্মসূচী চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সহজ শর্তে ঋণ কর্মসুচি চালু করেছে। বিশেষ এই ঋণ কর্মসূচী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এই উপলক্ষে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ১৫ অক্টোবর একটি সার্কুলার জারি করেছে। সোনালী ব্যাংকের সকল শাখা থেকে সম্মানীত মুক্তিযোদ্ধারা এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন এবং ব্যবসায় যেমন-মনিহারী বা মুদি ব্যবসা, ফার্মেসি ব্যবসা, মৎস চাষ, কৃষিজাত পণ উৎপাদন, মোবাইল ফোন ব্যবসা, আইটি সংশ্লিষ্ট ব্যবসা, গবাদি পশুপালন সহ বিভিন্ন এসএমই খাতে এই ঋণ কর্মসূচী চালু করা হয়। সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এই ঋণ সুবিধা সহজ শর্তে গ্রহণ করতে পারবেন। সোনালী ব্যাংক লিমিটেড এই কর্মসূচি ব্যাংকের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতার কর্মসূচীর অংশ আওতায় এই বিশেষ ঋণ কর্মসুচী চালু করেছে।
×