ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন বিদ্যা

প্রকাশিত: ০১:২৮, ২৮ অক্টোবর ২০১৫

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন বিদ্যা

অনলাইন ডেস্ক ॥ নেপালের প্রথম নারী রাজনীতিক হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যাদেবী ভান্ডারি। বুধবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এ ইতিহাস গড়লেন তিনি। বিদ্যা কমিউনিস্ট পার্টি অব নেপালের (সমন্বিত মার্ক্সিস্ট-লেনিনিস্ট) ভাইস চেয়ারপারসন। তিনি ৩২৭ ভোট পেয়ে প্রেসিডেন্টের আসনে বসছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের প্রার্থী কুলবাহাদুর গুরুং পেয়েছেন ২১৪ ভোট। নির্বাচনে ক্ষমতাসীন জোটের সমর্থন পাচ্ছিলেন বলে আগেই ধরে নেওয়া হয়েছিল- বিদ্যাই হচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
×