ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগান জঙ্গিদের গুলিতে ৭ পাক সেনা নিহত

প্রকাশিত: ২১:৩৮, ২৮ অক্টোবর ২০১৫

আফগান জঙ্গিদের গুলিতে ৭ পাক সেনা নিহত

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তান থেকে পাকিস্তানের ভিতরে আফগান জঙ্গিদের ছোঁড়া গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির (এফসি) সাত জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্বত্য শহর আঙ্গুর আড্ডার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। ওই দিন এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, “আজ ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডার উত্তরপূর্বের এফসি তল্লাশি চৌকিতে পাক-আফগান সীমান্ত বরাবর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। “এতে সাত এফসি সেনা শাহাদাৎ বরণ করেছেন।” এ হামলার জন্য আফগানভিত্তিক জঙ্গিরা দায়ী বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এক দেশের ভূমি ব্যবহার করে অপর দেশে তালেবান জঙ্গি ও অন্যান্য জঙ্গিদের তৎপরতা চালানোর বিষয়ে পরস্পরকে দায়ী করে আসছে আফগানিস্তান ও পাকিস্তান। এই জঙ্গিদের প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না অভিযোগ করে পরস্পরকে দোষারোপ করে আসছে দেশদুটি।
×