ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিয়া ইস্যুতে ইরানকে আমন্ত্রণ

প্রকাশিত: ১৯:৩১, ২৮ অক্টোবর ২০১৫

সিরিয়া ইস্যুতে ইরানকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আন্তর্জাতিক আলোচনায় এই প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো হচ্ছে ইরানকে। এমনটাই জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। চলতি সপ্তাহের শেষের দিকে ভিয়েনায় অনুষ্ঠিতব্য আলোচনায় ইরানের কোনো প্রতিনিধি অংশ নেবেন কি-না তা নিশ্চিত নন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, আরব ও ইউরোপীয় দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা এই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। সিরিয়ার পশ্চিমা সমর্থিত বিদ্রোহী দল ও যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলো দীর্ঘদিন ধরেই সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের ভূমিকার বিরোধিতা করে আসছে। ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সবচেয়ে কাছের মিত্র। আসাদ সরকারের সহায়তায় ইরান সামরিক পরামর্শ ও তেল সরবরাহের পাশাপাশি লাখ লাখ অর্থও ব্যয় করে আসছে বলে ধারণা করা হয়। এমনকি আসাদ বাহিনীর সহায়তায় লেবাবনের হিজবুল্লাহ যোদ্ধাদের পাঠানোর সিদ্ধান্তের পেছনেও ইরানের হাত রয়েছে বলে মনে করা হয়। সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদ সরকারকে সমর্থন জানিয়ে আসছে ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ।
×