ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আইএস নেই ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশে আইএস নেই ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পশ্চিমা দেশগুলোর বার বার ভ্রমণ সতর্ক বার্তার প্রেক্ষিতে সরকার কোন ধরনের চাপে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, দেশে দেশে এই ধরনের সতর্ক বার্তা দেয়া হয়ে থাকে। এটা সরকারের প্রতি কোন ধরনের চাপ নয়। এছাড়া বিএনপি- জামায়াত একটি সন্ত্রাসী গ্রুপ বলেও তিনি জানান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে, এই ধরনের সতর্ক বার্তা তারা দিয়ে থাকে। এতে দোষের কিছু নেই। তবে কয়েকটি দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতায় আইএসের কথা বলেছে, তা আমরা তুলে দিতে বলেছি। ভ্রমণ সতর্ক বার্তার মাধ্যমে কোন দেশ থেকেই সরকার চাপে নেই বলেও তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে আইএসের কোন অবস্থান নেই। পশ্চিমা দেশ যারা দাবি করছে তাদের কাছে অব্যাহতভাবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চেয়েও পাচ্ছি না। এটিই প্রমাণ করে বাংলাদেশে আইএসের কোন কর্মকা- নেই।
×