ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেঁসে যেতে পারেন ব্লেয়ার

প্রকাশিত: ০৬:৪১, ২৮ অক্টোবর ২০১৫

ফেঁসে যেতে পারেন ব্লেয়ার

ইরাক যুদ্ধ নিয়ে ২০০৯ সালে সিলকট কমিশন গঠিত হয়। দীর্ঘ ছয় বছর এই কমিশন ইরাক যুদ্ধে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতে ব্যস্ত। স্যার জন সিলকট আশা করছেন আগামী বছর এই রিপোর্ট তিনি জনসম্মুখে প্রকাশ করতে সক্ষম হবেন। এই রিপোর্ট প্রকাশের আগেই ইরাক যুদ্ধের জন্য দুঃখ প্রকাশ করলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি এই যুদ্ধের দায় চাপালেন গোয়েন্দা সংস্থা গও৬ এর ওপর। কিন্তু বিশ্লেষকদের অভিমত সিলকট রিপোর্ট প্রকাশ হলে ফেঁসে যেতে পারেন ব্লেয়ার। এই যুদ্ধ নিয়ে তিনি মন্ত্রীসভা, পার্লামেন্ট এবং দেশের জনগণকে মিথ্যা তথ্য দেন। ব্লেয়ারের পাশাপাশি স্যার রিচার্ড ডিয়ারলাভ, জ্যাক স্ট্র এবং স্যার জন স্কারলেট দোষী সাব্যস্ত হবেন। সূত্র : গার্ডিয়ান
×