ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০০:২৮, ২৭ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুুঁজিবাজারে মঙ্গলবার ফের দরপতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে উভয় বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন সোমবারেও উভয় বাজারে সূচকের পতন হয়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে সূচকের ওঠানামা চলতে থাকে। দিনভর সূচকের ওঠানামার পরে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ১১৮ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৪১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে আগের দিনের ধারাবাহিকতায় ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং খুলনা পাওয়ার কোম্পানি। একইভাবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টি কোম্পানির, দর কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মোজাফফর হোসেন স্পিনিং, কেডিএস এক্সেসরিজ, ডিবিএইচ, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার, ই্উনাইটেড এয়ার, বিএসআরএম লিমিটেড, আমান ফিড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
×