ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলইডি বিলবোর্ড স্থাপনে সিটি করপোরেশনের স্থান নির্ধারনের কাজ শুরু

প্রকাশিত: ০০:১১, ২৭ অক্টোবর ২০১৫

এলইডি বিলবোর্ড স্থাপনে সিটি করপোরেশনের স্থান নির্ধারনের কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ চীন সরকারের আর্থিক সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ঝুঁকিমুক্ত স্মার্ট এলইডি বিলবোর্ড স্থাপনের অংশ হিসেবে উপযুক্ত স্থান নির্ধারনের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত এইচ ই মা মিংকিয়াং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কাওরান বাজার এলাকার পান্থকুঞ্জ পার্ক, শাহবাগ, নিউমার্কেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে রাষ্ট্রদূত ব্যাপক জনগনের দৃষ্টিগোচর হয় এমন স্থানে এসব স্মার্ট বিলবোর্ড স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন এরফলে এসব দৃষ্টিনন্দন বিলবোর্ড একদিকে যেমন নগরীর সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে তেমনি প্রাকৃতিক যে কোন দুর্যোগে ঝুঁকি এড়ানো সম্ভব হবে। পাশাপাশি ব্যবসায়ীরা তাদের পন্যের প্রচারে আরো বেশি আকৃষ্ট হবেন। এ প্রযুক্তি ব্যবহার করে নগরীর গুরুত্বপূর্ণ আরো ১০টি স্থানে এ ধরনের বিলবোর্ড স্থাপনের পরিকল্পণা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
×