ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশে আইএস’ এর বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ অক্টোবর ২০১৫

‘বাংলাদেশে আইএস’ এর বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

অনলাইন রির্পোটার ॥ বাংলাদেশে প্রকৃতপক্ষে আইএসের কোনো কর্মকাণ্ড আছে কি না সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয়। তবে বিষয়টি ‘খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ’ বলে মনে করছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি জানিয়েছেন, দুই বিদেশি হত্যায় জড়িতদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ‘ঘনিষ্টভাবে কাজ করছে’ । গতকাল সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইএস বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে কি না- তা বলা কঠিন। এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলার মত অবস্থানে আমি নেই। “তবে এখন একটি তদন্ত চলছে, আমরাও চাই.. যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা করতে চাই।” তিনি আরো বলেন, “কারা দায়ী তা খুঁজে বের করার দায়িত্ব বাংলদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর। তবে আমি মনে করি, আইএস এর দায় স্বীকারের দাবির বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখা উচিৎ; আর আমরা তাই করছি।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত করে নিজেরাই একটি সিদ্ধান্তে পৌঁছাক।
×